লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় ৮নং কদলপুর ইউনিয়নের হযরত আশরাফ শাহ মাজারের পাশ থেকে গামরী, মেহগনী, রেন্ট্রী চারা গাছ কেটে পাচার করার জন্য স্তুপ করে রাখার গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ এর আওতাধিন রাউজান ঢালার মুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল বন কর্মী ও রাউজান থানার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ১শত ১২ ঘনফুট কাঠ উদ্বার করে। গত মঙ্গলবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয় । রাউজান ঢালার মুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল বলেন, উদ্বার করা কাঠ রাউজান ঢালার মুখ ষ্টেশন অফিসে এসে জব্দ করা হয়েছে । এ ব্যাপারে বন আইনে পৃথক পৃথক দুটি মামলা আদালতে দায়ের করা হয়েছে।