লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুরে ডুবে আহান চৌধুরী নামে আট মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগিছা এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত আহানের বাড়ি রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। শিশু আহান ওই এলাকার রবিউল হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, ৮ মাস বয়সী শিশু আহান চৌধুরীকে অন্যশিশুরা বাড়ির পাশের একটি পুকুর ঘাটে নিয়ে যান। পুকুর ঘাট থেকে হঠাৎ পুকুরের পানিতে পড়ে গেলে স্বজনরা গিয়ে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশু আহান চৌধুরীর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।