Thursday , 25 April 2024
শিরোনাম

রাউজানে পুলিশের বিশেষ অভিযানে ৬ টি আগ্নেয়াস্ত্র সহ তিন সন্ত্রাসী গ্রেফতার

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গত মঙ্গলবার মধ্যরাত হতে ভোর পর্যন্ত উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে ব্যাপক অস্ত্র-বুলেটসহ ও ৩ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে (১৭-আগস্ট)বুধবার দুপুরে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান।তারা রাউজানের বিভিন্ন জায়গা হতে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি ও আসামীদের নিকট প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বসতঘর তল্লাশি করে অস্ত্র-বুলেট-কার্তুজ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে যুক্তরাষ্টের একে-২২ রাইফেল ২টি, ইতালির নির্মিত পিস্তল ১টি, থ্রি নট থ্রি রাইফেল ১টি, এক নলা বন্ধুক ১টি, এলজি বন্ধুক ১টি। তারমধ্যে বুলেট ১১৩ রাউন্ড, ১০টি শটগানের কার্তজ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি হিরো হোন্ডা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাউজান উপজেলার পলোয়ান পাড়া গ্রামের মৃত গোলাম হোসেন এর পুত্র মো: নুরুল আবছার(৪৩), একই ইউনিয়নের মৃত আবুল কাশেম এর পুত্র কামরুল হাসান টিটু (৫৫) ও হাটহাজারি উপজেলার কুয়াইশ বাদামতল এলাকার মৃত কামাল উদ্দিন এর পুত্র গিয়াস উদ্দিন বাবলু প্রকাশ সাদ্দাম(৩০)।নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন।

Check Also

বাংলাদেশে বিনিয়োগে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x