Wednesday , 24 April 2024
শিরোনাম

রাউজানে পৃথক অভিযানে অস্ত্র মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৬ জন গ্রেফতার

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় পুলিশের পৃথক অভিযানে অস্ত্র মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানাযায় গত সোমবার দিবাগত রাত ০২.৩০ ঘটিকার সময় রাউজান থানার ০১ নং হলদিয়া ইউনিয়নের ০৮ নং ওর্য়াডের ইয়াছিন নগর এলাকার ভুতা ফকিরের বাড়ী সংলগ্ন রাস্তার উপর থেকে দু’নলা এলজি এবং দুই রাউন্ড কার্তুজ সহ মোহাম্মদ রবিউল হোসেন প্রকাশ হোসেন(২২),কে এসআই শাহাদাত হোসেন এর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।সে রাউজান থানার দূর্লভ তালুকদার বাড়ী,০৮ নং ওর্য়াডের মোহাম্মদ বাহাদুর মিয়ার ছেলে।তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধে মামলা হয়। তার বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে এলাকায় জনশ্রুতি রয়েছে। এ ছাড়াও একই রাতে এস.আই সুমন চন্দ্র দাশের নেতৃত্ব মদ ও গাঁজাসহ দুই জন আসামি কে গ্রেপ্তার করা হয়েছে।তারা দুইজন হচ্ছে তরনী দাশের ছেলে রতন দাশ (৬৫) ও মো. বাবুলের ছেলে মো. জামাল (৩০)। তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ৩৫ লিটার ছোলাই মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।অন্যদিকে পৃথক পৃথক পুলিশের অভিযানে বিভিন্ন মামলার তিনজন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করা হয়েছে।আসামীরা হচ্ছে-উপজেলার বাগোয়ান ইউনিয়নের কচুখাইন গ্রামের আবদুল করিমের ছেলে সরোয়ার উদ্দিন, তার স্ত্রী শারমিন আকতার, দেওয়ানপুর গ্রামের আবদুল মোনাফের ছেলে এমরান হোসেন।১৯ জুলাই মঙ্গলবার গ্রেফতারকৃত ৬ আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন।

Check Also

কয়রায় নীতি সমস্যা বিশ্লেষণ ও সমাধান কৌশল বিষয়ক প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি ও উপজেলা ভিত্তিক (সিএসও) নেটওয়ার্ক সদস্যদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x