লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ভোটার হাল নাগাদ কার্যক্রম শুরু হওয়ার পর ২৩ হাজার নারী পুরুষ তরুন তরুনী, যুবক যুবতী ভোটার হওয়ার জন্য ফরম পুরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে নতুন ভোটার হওয়ার জন্য ফরম পুরণ করা ব্যক্তিদের ছবি তোলার কাজ শুরু হয়েছে । গত ২৮ জূলাই বৃহস্পতিবার সকাল থেকে রাউজানের হলদিয়া ইউনিয়নের নতুন ভাবে ভোটার হওয়ার আবেদন করার পর তাদের ছবি তুলেছে এয়াসিন শাহ কলেজে ।রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা ও হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম নতুন ভাবে ভেটার হওয়া ব্যক্তিদের ছবি তোলার কার্যক্রম অনুষ্টানে উপস্থিত ছিলেন।রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বলেন, রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ভোটার হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত শিক্ষকরা ঘরে ঘরে গিয়ে তথ্য ও সকল কাগজ পত্র দেখে এলাকার লোকজনের ভোটার পরম পুরন করেন । গত ২৮ জুলাই বৃহস্পতিবার থেকে নতুন ভাবে ভোটার হওয়ার জন্য ফরম পুরণকারী ব্যক্তিদের ছবি তোলার কাজ শুরু হয়েছে । আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত রাউজানের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্টান ও ইউনিয়ন পরিষদ ভবনে ছবি তোলার কার্যক্রম চলবে । হলদিয়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৭শত ২০ জন ভোটার হওয়ার জন্য ফরম পুরন করেছে । গত ২৮ জুলাই বৃহস্পতিবার তাদের ছবি তোলার কাজ শুরু হয়েছে।