Thursday , 25 April 2024
শিরোনাম

রাউজানে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধরের ঘটনায় অবশেষে আদালতে মামলা

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও পদ্মা সেতুর মাসিক হিসাব করাকে কেন্দ্র করে স্ত্রীকে মারধরের ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। গত ৫ জুলাই চট্টগ্রাম বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে গৃহবধু তাওহীদুননিছা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে চট্টগ্রাম পিবিআইকে তদন্ত করতে দায়িত্ব দিয়েছেন। জানা যায়, রাউজানের দেওয়ানপুর এলাকার উত্তর গচ্ছি গ্রামের আব্দুস ছমদ তালুকদার বাড়ির মৃত ছালেহ আহম্মদ তালুকদারের পুত্র মো. আলমগীর হোসেন তালুকদারের সাথে বাঁশখালি উপজেলার উত্তর জলদি এলাকার মোস্তাক আহম্মদ এর কন্যা (বর্তমানে রাউজান উরকিচর ইউনিয়ন) মোছাম্মেৎ তাওহীদুননিছা (২৬) এর সাথে ২০১৯ সালে ৫ লাখ টাকার দেনমোহরে বিবাহ হয়। নির্যাতিতা তাওহীদুননিছার পিতা উরকিচর গাউছিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণীর কর্মচারী মোস্তাক আহম্মদ জানান, বিয়ের পর থেকে মেয়ের স্বামী আলমগীর তালুকদার যৌতুকের দাবিতে বিভিন্ন সময় আমার মেয়েকে নির্যাতন করে আসছে। নির্যাতিতা গৃহবধূ তাওহীদুননিছা বলেন, আমার উপর এমন নির্যাতন করা হয়েছে আমার হাত ও পা ভেঙ্গে যায়। আমি দীর্ঘদিন হাসপাতাতে ভর্তি ছিলাম। এর আগেও যৌতুকের জন্য বার বার মারধর করেছে। আমি অতিষ্ট হয়ে আইনের আশ্রয় নিয়েছি। পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দিবেন। এরপর আদালত আমার স্বামীকে সর্বোচ্চ শাস্তি দেবেন এইটা আমার প্রত্যাশা। এ ব্যাপারে অভিযুক্ত স্বামী মোহাম্মদ আলমগীর তালুকদার মুঠোফোনে দাবি করেন আমি আমার স্ত্রীকে মারধর করেছি এটা সত্য। তবে যৌতুকের জন্য মারধর করার অভিযোগটা সর্ম্পূণ মিথ্যা। মূলত পদ্মা সেতুর টোল আদায়ের হিসাবের সময় কথাকাটাকাটির এক পর্যায়ে মারধর করেছি। আমি ইতিমধ্যে আমার স্ত্রী ও শশুরের সাথে কথা বলে সমঝোতার চেষ্টা করছি। আমার স্ত্রী আমার সাথে সংসার করতে চাই। কিন্তু কিছু লোক আমার শশুরকে ভূল বুঝানোর চেষ্টা করছে। উল্লেখ্য যে, তাদের দাম্পত্য জীবনে দুই বছর আট মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।

Check Also

বাংলাদেশে বিনিয়োগে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x