লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
কারবালার ঘটনা ছিল সত্য ন্যায় প্রতিষ্টার ন্যায় ও সত্য প্রতিষ্টা করতে হযরত ইমাম হোসাইন ও তার পরিবারের সদস্যরা এজিদ বাহিনীর হাতে শাহাদাৎ বরন করেন । সত্য ও ন্যায় প্রতিষ্টার জন্য হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর সাথে যুদ্ব করে নিজে ও তার পরিবারের সদস্যরা জীবন উৎসর্গ করে গেছেন তা মুসলিম জাতির জন্য স্মরণীয় ঘটনা । মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিন হিংগলা কলমপতি শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত মাহফিলে বক্তারা একথা বলেন । গত শনিবার বাদে এশা মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিন হিংগলা কলমপতি শাখার সদস্য বেলাল উদ্দিনের বাসভবনের সামনে শোহাদায়ে কারবাল স্মরনে আয়োজিত মাহফিলে সভপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য ও রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিন হিংগলা কলমপতি শাখার যুগ্ন সম্পাদক সেলিম উদ্দিনের সঞ্চলণায় অনুষ্টিত মাহফিলে প্রধান আলোচক হিসাবে তকরির করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী । মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক আনিস উল খান বাবর, নাজিম উদ্দিন কালু, মরমী শিল্পি জয়নাল আবেদীন। মাহফিলে আরো উপস্থিত ছিলেন কাজী আসলাম উদ্দিন, আনোয়ার সওদাগর, সজিব, এখতেয়ার উদ্দিন, জামশেদ প্রমুখ । মাহফিল শেষে সেমা মাহফিল পরিবেশন করেন মরমী শিল্পি জয়নাল আবেদীন। পরে মাহফিলে উপস্থিত সকলের মধ্যে তবরুক বিতরন করা হয়।