Thursday , 25 April 2024
শিরোনাম

রাউজানে হাজার হাজার শিক্ষার্থী পেল নতুন বই

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি

ইংরেজী নতুন বছরের শুরুর প্রথম দিনে রাউজানে শিক্ষার্থীদের হাতে বিনা মুল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। জানা যায়, রাউজানের প্রতিটি স্কুল, কলেজ মাদ্রাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই হাতে বিনামুল্যে নতুন পাঠ্যবই পেয়ে আনন্দে মেতে উঠে। গতকাল ১ জানুয়ারী রবিবার সকালে রাউজান আর আর এ সি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই বিতরণ উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ও রাউজান পৌরসভার ময়ের জমির উদ্দিন পারভেজ। এসময়ে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, রাউজান আর.আর.এ.সি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ। রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ বলেন, রাউজানে স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ৬০ লাখ পাঠ্য বই পৌঁছে দেওয়া হয়েছে। রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস বলেন, নতুন বৎসরের শুরুতেই সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল, ইবদেতায়ী মাদ্রাসার ৪১ হাজার শিক্ষার্থীর হাতে পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে।

Check Also

তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার সম্মুখীন দেশের এক কোটি ১৯ লাখ মানুষ

তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার সম্মুখীন হতে পারে দেশের এক কোটি ১৯ লাখ মানুষ (গবেষণার আওতায় আসা ব্যক্তিদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x