লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে মিছিরি বাপের বাড়ি সড়কের আর সি সি সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে।
৩০ ডিসেম্বর শুক্রবার বিকেলে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সহযোগীতায় সরকারী অর্থায়নে এ কাজের উদ্বোধন করেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব,উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমন,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন ইমন,মোহাম্মদ হারুন দপ্তর সম্পাদক শেখ মফিজুর রহমান,ইউপি সদস্য শেখ নুরুল আজিম জুয়েল,জকির হোসেন,আওয়ামীলীগ নেতা জানে আলম,আবুল হোসেন,আবুল কালাম,শফিউল আলম,আবু ছৈয়দ,মোহাম্মদ মিয়া,মোহাম্মদ আলী,লোকমান সওদাগর,ইউনিযন যুবলীগের সহ সভাপতি সালাউদ্দিন তালুকদার,শহিদুল আলম,সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির,আলী হায়দার শাহ,নুরনবী রানা প্রমুখ।
উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল বলেন,রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির মাধ্যমে রাউজানের প্রত্যেকটি ইউনিয়নে আজ রাস্তাঘাট ব্রীজ কালর্ভাড,শিক্ষা, স্বাস্থ্য’ বাসস্থানের যে উন্নয়ন হচ্ছে ফলে সাধারন মানুষজন অতি সহজে তাদের প্রয়োজনীয় কাজের জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নে এসে কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরতে পারছেন। তিনি বলেন আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। তিনি আরো বলেন দেহে যত সময় প্রাণ থাকবে তিনি এই উরকিরচর ইউনিয়নের মানুষের পাশে আছেন এবং আজীবন পাশে থেকে সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।