Friday , 29 March 2024
শিরোনাম

রাঙ্গামাটিতে করোনায় ক্ষতিগ্রস্থ নারী উদ্যোক্তাদের প্রণোদনা বিতরণ অনুষ্ঠান।

চাইথোয়াইমং মারমা:
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা ও বাস্তবায়নে -রাঙ্গামাটি জেলার করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে নগদ আর্থিক প্রনোদনা বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুন২০২২) রাঙ্গামাটি জেলা পরিষদ সভা কক্ষে এসময় প্রধান অতিথি -খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার – এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব প্রনোদনা বিতরণ করা হয়। এবং সভায় সভাপতিত্ব করেন রাপাজেপ সদস্য ঝর্ণা খীসা।

এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ( রাপাজেপ) হাজী মো: মুছা মাতব্বর, অংসুইছাইন চৌধুরী, প্রবতর্ক চাকমা, প্রিয়নন্দ চাকমা, সবির কুমার চাকমা, ইলিপন চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, নিউচিং মার্মা,দীপ্তি ময় তালুকদার, মোছা: আছমা বেগম,মোঃ আব্দুর রহিম, বিপুল ত্রিপুরা ও মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল এবং পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ সীবলী নোমান প্রমুখ।

করোনাকালীন ১০ উপজেলার ১২০ জন নারী উদ্যোক্তাদের ৩০০০০/= টাকা দেওয়া হয়েছে বলে জানা যায়।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x