চাইথোয়াইমং মারমা
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃরাঙ্গামাটি জেলার নানিয়াচর উপজেলায় প্রধানন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এবং কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান।
প্রধান অতিথি বলেন,সকলের মতামতের ভিত্তিতে সমস্যা চিহ্নিত করা হলে রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণে কার্যকর যথাযথ ভুমিকা রাখবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার সহ উপজেলার জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধানমন্ত্রী কার্যলয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় নানিয়াচর উপজেলা মিলনায়তনে এ কর্শালা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগের বিষয়ে মূল প্রবন্ধ উপজেলা নির্বাহী অফিসার উপস্থাপন করেন।
এ পল্লী সঞ্চয় ব্যাংক,আশ্রয়ণ প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী,নারীর ক্ষমতায়ন,সবার জন্য বিদ্যুৎ,কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে নিয়ে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।