মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় বাসা বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(১৭মে) সকাল ১০টার দিকে চন্দ্রঘোনা ইউনিয়নের ৯নং বনগ্রাম হাফেজ পাড়ায় এ-ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম জসিম উদ্দিন(৪৫) তার বাড়ি রাইখালী। সে পেশায় একজন দিনমজুর। সকালে বনগ্রাম হাফেজপাড়া এলাকার আব্দুল আজিজের বাসাবাড়ির ছাদে রাখা লোহার এঙ্গেল নামানোর সময় পাশে থাকা এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে পৃষ্ঠা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন-খবর পাওয়া মাত্র আমরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ রাঙ্গুনিয়া হেলথকেয়ার হসপিটালের নিয়ে যায়। তার হাতপায়ের কিছু অংশ পুড়ে যায়। অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক সিবু চন্দ বলেন- আমাকে বাড়ির মালিক আজিজ মুঠোফোনে ঘটনার বিষয়ে জালানে আমি তাৎক্ষণিক বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে ফায়ার সার্ভিসকে ফোন করি তারা এসে তাকে উদ্ধার করেন।