Friday , 19 April 2024
শিরোনাম

রাঙ্গুনিয়ায় সড়কের গাছ কেটে নিয়ে গেছে ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক৷

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার ১৩ নং ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আলম নিজের রোপন করা গাছ দাবী করে সড়কের গাছ কেটে ইটভাটায় দিচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ বৃহস্পতিবার(৩ মার্চ) সরজমিনে গিয়ে দেখা যায় দিন দুপুরে ৫/৬ জনের গাছ কাটা শ্রমিক দিয়ে মরিয়মনগর রানীরহাট সংযোগ সড়কের ইসলামপুর ৯নং ওয়ার্ডের সমিতির কল ঘর নামক স্থানে সড়কের জায়গাতে বেড়়ে উঠা মেগুনি শিল কড়ই জাতের বেশকয়েকটি গাছ কেটে পেলা হয়েছে৷ এই ব্যপারে জানতে অভিযুক্ত ইউপি সদস্য নুরুল আলমকে মুঠো ফোনে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন সরকারি সড়কের উপর আমার ৪ ফুট জায়গা আছে,জায়গা ম্যাপে সরকারকে বলুন আমার জায়গা ফেরত দিতে বলুন৷ আমার জায়গা থেকে আমি গাছ কেটেছি যা পারেন তা করেন৷ একজন নির্বাচিত প্রতিনিধি হয়ে এইভাবে সড়কের গাছ কাটতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন আমার গাছ আমি কেটে বিক্রি করতেছি কাকে বলতে হবে,কারো কাছ থেকে অনুমতির প্রয়োজন নেই৷৷ এই বিষয়ে জানতে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দীন চৌধুরীকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন গাছ কাটার বিষয়টি আমি শুনেছি তবে সেই দাবী করছে গাছগুলো তার নিজস্ব জায়গাতে,যদি সরকারি জায়গার গাছ কেটে থাকে বিষয়টি আমি গুরুত্বতার সাথে দেখব৷ রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানি মুঠোফোনে জানান,বিষয়টি আমি জানতাম না,এখন যেহেতু জেনেছি খবর নিয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে,একজন ইউপি সদস্য এমন কাজ করবে তা কখনও প্রশ্রয় দেয়ার সুযোগ নেই৷ ইসলামপুর ফরেষ্ট বিট অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি গাছ কাটার বিষয়টি শুনিনি আমি অফিসিয়াল কাজে এলাকার বাহিরে আছি,আমি খবর নিয়ে আইনগত ব্যবস্থা নিব,তিনি আরো বলেন বন বিভাগের গাছ কাটলে আমি সরাসরি মামলা দিতে পারব,তবে সড়কের বিষয়টি আগে জানতে হবে কাগজে কলমে আমাদের এরিয়াতে যদি হয় সেই যে হউক আমি আইনগত ব্যবস্থা গ্রহন করব৷ বিট অফিসার আরো বলেন নিজের গাছ হলেও অনুমতি ব্যতিত সড়কের গাছ কাটতে পারেনা,সেই গাছ কেটে বড় অপরাধ করছে আমি এলাকায় গিয়ে দূরত ব্যবস্থা গ্রহন করব,আপনারা জানতে পারবেন৷ স্থানীয়দের বরাত দিয়ে জানা যায় একই এলাকার বদিউদ্দীন তালুকদার পাড়া সংলগ্ন সড়কের প্রায় ২/৩’শ গাছ কেটে নিয়ে গেছে,সড়কের সুন্দর রক্ষায় গাছগুলো ইটভাটার জ্বালানি কাজে ব্যবহার হয়েছে,এইভাবে বনাঞ্চল,সড়কের পাশে থাকা গাছ কেটে ফেললে পরিবেশের বড় ধরণের ক্ষতি হবে৷৷

Check Also

বাসের ধাক্কায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ মধ্য চুঘারি খোলা এলাকায় বাসের ধাক্কায় মোছা. জুলেখা বেগম (৩৫) নামে এক পোশাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x