মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
রাঙ্গুনিয়ায় ” ফসলের সাথে এ-কেমন শত্রুতা” শিরোনামে সংবাদ প্রকাশের পর সে দরিদ্র কৃষককে আর্থিক সহয়তা প্রদান করেছেন।
গত রোববার (৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাজারহাটের দক্ষিণ খন্ডলিয়া পাড়া গ্রামে দরিদ্র কৃষক উকিল আহমেদ দুই বিঘা জমির ফসল রাতের আধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এবিষয়ে নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলে একটি প্রতিবেদন প্রকাশ করলে কৃষক উকিল আহমেদ ও তার স্ত্রীর আকুতি দেখে তাবাসসুম এয়ার ট্র্যাভেলস এন্ড হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মুহাম্মদ হোসাইন ও রাঙ্গুনিয়া প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সহ-সভাপতি খলিলুর রহমান আর্থিক সহায়তা প্রদান করেছেন।
বুধবার(১৩এপ্রিল) বিকালে তাদের পক্ষ থেকে কৃষক উকিল আহমেদ ও তার স্ত্রীর হাতে আর্থিক সহায়তা হস্তান্তর করেছেন দক্ষিণ রাজানগর ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মুসলিম উদ্দিন সিকদার, বাংলা ৫২নিউজের রাঙ্গুনিয়া প্রতিনিধি ও নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম।