রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ‘ক’ শ্রেণির অকটেন রাখে বিক্রি করার দায়ে এক দোকানের ১৭শ লিটার অকটেন বাজাপ্ত ও ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।
বুধবার(১১জানুয়ারি) সকালে উপজেলার কাপ্তাই সড়কের গোডাউন এলাকায় এ- অভিযান পরিচালনা করা হয়। এ কাজে সহযোগিতা করেন পুলিশ ও উপজেলা ফায়ারসার্ভিসের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন- উপজেলার গোডাউন এলাকায় অভিযান পরিচালনা করে খোকন দে’র মালাকানাধীন একটি দোকানে ক শ্রেণির অকটেন রাখার দায়ে পেট্রোলিয়াম আইন ২০১৬, ২০ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়া আনুমানিক ১৭শ লিটার অকটেন বাজাপ্ত করে উন্মুক্ত নিলামে ১ লাখ ৯২হাজার টাকা বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এ-অভিযান উপজেলার বিভিন্ন স্থানে পরিচালনা করা হবে।