রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ২নং হোসনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড কানুরখীল সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মন্দির গীতা নিকেতন শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৯ জুলাই) সকাল ১০টায় কানুরখীল সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও গিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি পন্ডিত অজয় চক্রবর্তী। অনুষ্ঠানে মন্দিরের সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগীশিক উপজেলা সংসদের প্রধান পৃষ্ঠপোষক মিল্টন মজুমদার, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল। স্বাগত বক্তব্য দেন মন্দিরের সভাপতি সঞ্চয় চন্দ, বিশেষ অতিথি ছিলেন বাগীশিক উপজেলা সংসদের সভাপতি ডা. রূপন কান্তি শিল, সাধারণ সম্পাদক পন্ডিত মিল্টন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বাদল নাথ, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শিবু বিশ্বাস, সাজু শীল, অজয় কর, ডা. বীরেন্দ্র লাল সুশীল, যদু শীল, মধু শীল, নরোত্তম চন্দ্র, নিতাই দে, পুতুল শীল, তুষার পাল, জনি দে, গীতা শিক্ষক রাজিব দত্ত, প্রদীপ শীল, অনুষ্ঠান সঞ্চালনা করেন জিকু চন্দ। অনুষ্ঠান শেষে গীতা শিক্ষা পরিক্ষায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ১০০জন শিক্ষার্থীকে শ্রীমদ্ভাগবত গীতা বই বিতরণ করা হয়। এদিকে কানুরখীল সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মন্দির গীতা নিকেতন পৃষ্ঠপোষক প্রবাসী পিপলু কান্তি দে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আসছে।