Friday , 29 March 2024
শিরোনাম

রাঙ্গুনিয়া সাহিত্যিক পরিষদের কমিটি গঠন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

লেখক-কবি সাহিত্যিক প্রেমিদের সংগঠন রাঙ্গুনিয়া সাহিত্যিক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার(২৯জুন) বিকালে সম্প্রতি ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ-কমিটি গঠন করা হয় বলে জানান। নতুন এই কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-রাঙ্গুনিয়া সাহিত্যিক পরিষদের প্রধান উপদেষ্টা কবি ও সংগঠক সায়দুল হক, উপদেষ্টা কবি মীর আবদুর রশিদ মিয়া, আইনবিষয়ক উপদেষ্টা এডভোকেট সাইয়িদ তালুকদার, সভাপতি কবি ও গীতিকার মোহাম্মদ নুরুল কবির করিমী, সিনিয়র সহ-সভাপতি লেখক গীতিকার আজাদ শাহ, সহ-সভাপতি কবি মোরশেদ আলম, কবি হাশেম আলী, কবি পারভিন আকতার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সম্পাদক সম্পাদক কবি জনি তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা কবি শারমিন ফেরদৌস মেঘলা, সাংগঠনিক সম্পাদক কবি নজরুল, সহ-সাংগঠনিক সম্পাদক কবি ও কন্ঠ শিল্পী আবু সায়ীদ মোল্লা, প্রচার সম্পাদক লেখক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন(লালু), সাহিত্য ও মিড়িয়া সম্পাদক কবি কুতুবউদ্দিন বখতিয়ার, যুগ্ম সহ-সম্পাদক কবি মোঃ আলী আজগর। সাহিত্যিক পরিষদের প্রধান উপদেষ্টা কবি ও সংগঠক সায়দুল হক, উপদেষ্টা কবি মীর আবদুর রশিদ মিয়া, আইনবিষয়ক উপদেষ্টা এডভোকেট আবু সাইদ তালুকদার, সভাপতি কবি ও গীতিকার মোহাম্মদ নুরুল কবির করিমী, সিনিয়র সহ-সভাপতি লেখক গীতিকার আজাদ শাহ, সহ-সভাপতি কবি মোরশেদ আলম, কবি হাশেম আলী, কবি পারভিন আকতার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সম্পাদক সম্পাদক কবি জনি তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা কবি শারমিন ফেরদৌস মেঘলা, সাংগঠনিক সম্পাদক কবি নজরুল, সহ-সাংগঠনিক সম্পাদক কবি ও কন্ঠ শিল্পী আবু সায়ীদ মোল্লা, প্রচার সম্পাদক লেখক মোহাম্মদ সিরাজ, সহ-প্রচার সম্পাদক লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন লাভলু, সাহিত্য ও মিড়িয়া সম্পাদক কবি কুতুবউদ্দিন বখতিয়ার, যুগ্ম সহ-সম্পাদক কবি মোঃ আলী আজগর।

এ-পরিষদটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক অনলাইন সাহিত্য কবি সংগঠন। যা বাংলা ভাষায় কবিতা, ছড়া,গান, গল্প ইত্যাদীর চর্চা, লিখা এবং কবিদেরকে একতাবদ্ধ রেখে বাংলাভাষা ও সাহিত্যকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটি দেশ ও মহাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া পরিষদের এটাই মূল উদ্দেশ্য।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x