রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পিকআপ ভ্যানচাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বলাকা পরিবহনের বাসচালক।
শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ওই বাসচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শহিদুল ইসলাম বাবু পরিবার নিয়ে উত্তরার জসিমউদ্দিন রোডে থাকতেন।
শহিদুলকে হাসপাতালে নিয়ে যাওয়া একই পরিবহনের আরেক বাস চালক মো. কানন জানান, তারা বাসটি নিয়ে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। আর হেল্পার না থাকায় গেটে দাঁড়িয়ে ছিলেন শহিদুল। গাড়িটি চালাচ্ছিলেন তাদেরই আরেক বন্ধু।
বাসটি মগবাজার ফ্লাইওভারের ওপরে ওঠার পর অন্য একটি গাড়ি পাশ থেকে তাদের বাসটিকে চাপ দেয়। এতে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে বাসের গেটে দাঁড়িয়ে থাকা শহিদুল পড়ে যান। এরপর পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়েন তিনি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে বলে জানান তিনি।