রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পাঁচ দিনব্যাপী পাহাড়ি ফল মেলা ২০২৫ শুরু
পার্বত্য চট্টগ্রামের অর্গানিক ফল ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে রাজধানীর বেইলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘পাহাড়ি ফলমেলা ২০২৫’। প্রধান অতিথি হিসেবে ফল মেলা উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
মেলায় পার্বত্য অঞ্চলের মৌসুমি ফল—যেমন আনারস, আম, কাঁঠাল, রাম্বুটান, লিচু ইত্যাদির সমাহার প্রদর্শিত হচ্ছে। একইসাথে আগত দর্শনার্থীরা পাচ্ছেন পাহাড়ি সংস্কৃতি, জীবনযাত্রা ও হস্তশিল্প ঘনিষ্ঠভাবে জানার সুযোগ।
এই আয়োজনের মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত ফলের প্রতি জনসচেতনতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজক পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। আয়োজকদের মতে, এই মেলা শুধু ভোক্তা ও কৃষকের সংযোগ নয় বরং একটি সমন্বিত শিক্ষা ও সাংস্কৃতিক অভিজ্ঞতা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে টাস্কফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই আলোচনা সভায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মেলায় পার্বত্য তিন জেলা ও রাজধানী-সহ মোট ৩০টি স্টল অংশ নিচ্ছে। পাহাড়ি ফল মেলা ২-৫ জুলাই প্র্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।