রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের দিলু রোডের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি ককটেল ছুড়ে মারলেও বিস্ফোরিত হয়েছে একটি।
সোমবার রাত সাড়ে ৯টায় এ বিস্ফোরণ হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় একজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার এসআই আল আমিন।
তিনি বলেন, বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী রাসেল আহমেদ বলেন, আমি বাসার মধ্যে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনি। ফ্লাইওভার থেকে একটা প্যাকেট ফেলা হয়। বাইরে বেরিয়ে দেখতে পাই একজন আহত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ককটেল বিস্ফোরণের ঘটনাস্থলে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করছেন। বিস্ফোরিত ককটেলের চারপাশে বেঞ্চ ও ইট দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। আবিস্ফোরিত ককটেলটি বালতি ভর্তি পানির ভেতরে রাখা হয়েছে। ডিএমপির বোমা ডিসপোজার ইউনিট, সিটিটিসি, ডিবি ও হাতিরঝিল ও রমনার থানা পুলিশের কর্মকর্তার কাজ করছে।
ডিএমপির তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল জোনের সহকারী কমিশনার এসএম আরিফ রায়হান বলেন, মগবাজার এলাকায় একটি বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। তবে এখন কী কারণে বিস্ফোরণ, কারা ঘটিয়েছে এ বিষয়ে জানা যায়নি। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।