মোঃ শাকিল মোল্লা,
রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের বাসভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রধান তিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন,সাবেক মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু,সদর উপজেলা সাবেক মুক্তিযেদ্ধা কমান্ডার আব্দুল জলিল মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস প্রমুখ।
পরে জেলা প্রশাসকের বাসভবনে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।