Friday , 29 March 2024
শিরোনাম

রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১টায় নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ. এম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় ।

প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে রাসিকের কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এপর কর্মকর্তা-কর্মচারীরা পৃথক শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনজাত করা হয়।

রাজশাহী রেল শ্রমিক লীগের শ্রদ্ধা:-
ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন, রেলওয়ে পশ্চিম রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দ। পশ্চিমাঞ্চল রেলভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রোববার সকালে তাঁরা শ্রদ্ধা নিবেদন করেন।

রাজশাহী রেল শ্রমিক লীগের সদর ও ওপেন লাইন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বয় শ্রমিক লীগের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পশ্চিম রেলের সকল শ্রমিক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সফল পরিণতির দিকে নিয়েছে উল্লেখ করে রেল শ্রমিক লীগ নেতা এমএ আক্তার বলেন,‘মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানি কারাগারে। তিনিই আসলে মূল, তাঁর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। এই মুক্তিযুদ্ধকে সাংগঠনিকভাবে বিজয়ের বন্দরে পৌঁছিয়েছেন মুজিবনগর সরকার।’

তিনি আরো বলেন, ‘১৭ এপ্রিল, ৭ মার্চ, ৭ জুন যারা পালন করে না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়। তারা হচ্ছে ছদ্মবেশী, বর্ণচোরা মুক্তিযোদ্ধা।’

মুজিবনগর সরকার দিবসের শপথ প্রসঙ্গে, রেল শ্রমিকলীগ নেতা ইকবাল হোসেন বলেন, ‘আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বিজয়কে আরও সুসংহত করতেহবে।’

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x