Friday , 29 March 2024
শিরোনাম

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা তুঙ্গে প্রচারনা

আবুল কালাম আজাদ (রাজশাহী);- আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে রাজশাহীজুড়ে প্রচার প্রচারণা এখন তুঙ্গে। নেতা-কর্মীদের মাঝে বইছে চরম উচ্ছ্বাস। রাজশাহী নগরীসহ উপজেলা পর্যায়ে উজ্জীবিত হয়ে উঠেছে দলের নেতা-কর্মিরা। একই সাথে প্রচারে নেমেছে এখন ওয়ার্কার্স পার্টি ও জাসদও।

এরই মধ্যে সর্বত্রই চলছে প্রচার প্রচারণা। বিভিন্ন দলের গণসংগঠনের নেতাকর্মিরা রাতদিন কাজ করছেন। দম ফেলার সময় নেই নেতা-কর্মী কারো। জনসভা সফল করতে ব্যস্ত সময় পার করছেন তারা। নগরজুড়ে মাইকিং চলছে। চলছে সভা সমা- বেশ ও প্রচার মিছিলও। এদিকে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সংগঠন প্রচারনা চালিয়ে যাচ্ছে।

আলাপ-আলোচনা, প্রচারপত্র বিলি, র্যালি, সভা-সমাবেশ। এতে মূল দল আওয়ামী লীগ প্রচার প্রচারণায় নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন জনসভার প্রচারকে। পাড়ায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে, শুধু নগরী নয়, রাজশাহীর প্রতিটি উপজেলাতেও চলছে প্রচারণা। এর আশপাশের জেলাগুলোতেও এর পরে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে চালাচ্ছে
জোরেসোরে প্রচার প্রচারণা।

এ সম্পর্কে আওয়ামী লীগের র প্রেসিডিয়াম সদস্য এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে। বিএনপি যা ঘোষণা দিয়ে পারেনি তা আমরা দেখিয়ে দেবো বিএনপি একসময় রাজশাহীকে ঘাঁটি বললেও এখন আওয়ামী লীগের ঘাঁটি। আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রধানমন্ত্রীকে আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, জনসভাকে সফল করার লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ চলছে। বিএনপির জনসভাকে পিছনে ফেলে শেখ হাসিনার জনসভাকে একটা সফল ও দৃষ্টান্ত স্থাপনকারী জনসভায় পরিণত করতে চাই। রাজশাহীবাসীর কাছে আওয়ামী লীগের শক্তিকে তুলে ধরতেও চাই। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন আসন্ন সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

এদিকে, প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথসভা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম আখতার জাহান। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মোহাম্ম আলী কামাল। বিশেষ অতিথি আরও বক্তব্য রাখেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদ ডাবলু সরকার।

সভায় এ. এইচ. এম বায়রুজ্জামান লিটন বলেন, আগামী ২৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিনত করার লক্ষ্যে রাজশাহীর প্রতিটি ওয়ার্ড, পাড়া- মহল্লায় সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ উদ্দিপনাসৃষ্টি হয়েছে। শেখ হাসিনার জনসভা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জনসভা সফল করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আশা করি এই জনসভা মাদ্রাসা ময়দান ছাড়িয়ে মূল সড়ক ও মহাসড়কে বিস্তৃত হবে।

এছাড়াও ২৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানিয়ারি শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।
বর্ধিত সভা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মাহফুজুল আলম লোটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, ডা তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, বদরুজ্জামান খায়ের, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আমানুল হাসান দুদু, জাকিরুল ইসলাম সান্টু, অ্যাড, ইব্রাহিম হোসেন, অধ্যক্ষ এস.এম একরামুল হক, অ্যাড. শরিফুল ইসলাম শরীফ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহসানুল হক পিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. লায়েব উদ্দিন লাবলু, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আগমন উপলক্ষে রাজশাহী সিটি করপারেশনের প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের নীলনদ, আলোর সন্ধান ও আশার আলো ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় বক্তব্য দেন প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিউল আলম, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। ক্লাস্টার নেত্রী সোহেলী আক্তার মিতার সঞ্চালনায় সভা আশার আলোর ক্লাস্টারের ও সিডিসির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

রাণীশংকৈলে আগুনে ক্ষতিগ্রস্ত  ১৯ পরিবার  ঢেউটিন পেল।

আনোয়ারুল ইসলাম,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের বাবুরিয়া গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x