Friday , 29 March 2024
শিরোনাম

রাজশাহী নগররীর এক গোডাউনে মিললো ১১৪ ব্যারেল তেল

রাজশাহী : রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১১৪ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযান চালায়।
অভিযানের নেতৃত্বদেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ।

জানা যায়, বর্তমান দেশে ভোজ্য তেল নিয়ে গোডাউনে মজুদ রেখে তেলের দাম বাড়ানো ও কৃত্রিম সংকট দেখায় সারাদেশ ব্যাপি অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এরই অংশ হিসেবে বুধবার (১১ মে) গোপন সংবাদের ভিত্তিকে অভিযার চালিয়ে নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের মজিবুর স্টোর নামে একটি গোডাউন হতে ৪১ ব্যারেলে ৮৩৬৪ লিটার পামওয়েল তেল এবং ৭৩ ব্যারেলে ১৪ হাজার ৮৯৪ লিটার সয়াবিন তেল জব্দ করে।অবৈধ ভাবে ভোজ্য তেল মজুদ করার অপরাধে মজিবুর স্টোরের মার্লিক মজিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ বলেন, আগে হতেই আমাদের কাছে তথ্য ছিলো মজিবুর স্টোরে ভোজ্য তেল মজুদ রাখা হয়েছে । প্রথমে তারা তেল রাখায় বিষয়টি অস্বীকার করছিলো পরে আমরা গোডাউনে গেলে তেল পাই। এজন্য মজিবুর স্টোর কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x