Friday , 29 March 2024
শিরোনাম

রাজস্থলীতে মাতপর্স ওয়াল্ড এর ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

মোঃ সুমন রাজস্থলী

গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপস্) এর আজ ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী
উপলক্ষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং দেশে-বিদেশে সকল জেলা উপজেলার নিয়মে আজ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি(মাতপর্স ওয়াল্ড)এর কমিটির সকলে মিলে ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন,
আজ ১লা জানুয়ারি ২০২৩ই রোজ রবিবার বিকাল ৪ঘটিকার সময় রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের রুপন দত্ত মার্কেটে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি(মাতপর্স ওয়াল্ড)এর অফিস রুমেজজ ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর
কেক কাটা হয়।
রাজস্থলী মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি(মাতপর্স ওয়াল্ড)এর সভাপতি -নজুরুল ইসলাম এর সভাপতিত্বে ও(মাতপর্স ওয়াল্ড)এর
সাধারণ সম্পাদক-মোঃহাবীবুল্লাহ মিসবাহ
সঞ্চালনায়, প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- ৩পার্বত্য জেলার প্রধান সমন্বয়ক মোঃ আবু ইছা রিপন,সহ সমন্বয়ক মোঃ সুমন, মাতপর্স ওয়াল্ড এর রাঙ্গুনিয়ার সভাপতি মোঃ ইদ্রিস,রাজস্থলী মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি(মাতপর্স ওয়াল্ড)এর সিনিয়র সহ-সভাপতি ঊ,কন্সালা ভিক্ষু(ভান্তে),সহ-সভাপতি সন্তোষ শীল, মোঃ নজুরুল ইসলাম ২,মোঃ কায়েস তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মিন্টু কান্তি নাথ(সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক বিভু সেন,যুগ্ম সংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন, দপ্তর সম্পাদ উচ্চপ্রু মারমা,পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক রিটন দাশ,প্রচার সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক আব্দুর রহমান, ক্রাইম তদন্ত বিষয়ক সম্পাদক দিলীপ কুমার দাশ,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুসরাত জাহান নিশু, সহ-সম্পাদক হলানুয়াই মারমা,আইন ও সালিশ বিষয়ক সম্পাদক ক্রয় চি মং মারমা,সিনিয়র কার্যকরী সদস্য হাফিজুল, প্রদীপ কুমার দে, সাংবাদিকবৃন্দ, এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তব্য গন বলেন..মানবাধিকার দৃশ্যতঃ মানবতাকে রক্ষা করা, মানবতাকে সুসংত করা ও মানবিক গুনাবলীর সম্মিলন ঘটানো। বিপন্ন, সুবিধা বঞ্চিত, অবহেলিত পক্ষান্তরে নির্যাতিত মানব কুলের পক্ষে কাজ করে আমরা সফল হবো।

ছবি ক্যাপশনঃ-বাঙ্গালহালিয়া ইউনিয়নের রুপন দত্ত মার্কেটে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি(মাতপর্স ওয়াল্ড)এর অফিস রুমে

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x