রাজস্থলী(রাঙামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকায় ৫৬ ইবি কাপ্তাই জোনের অধীনে ঝংকাপাড়া টিওবির চেকপোস্টে আর্মি ক্যাম্পে এক মোটর সাইকেল যানবাহন চেক করার সময় আনুমানিক ২০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।
সোমবার (৯মে) সকাল ১০ টায় হঠাৎ দ্রুতগতিতে অজ্ঞাত মোটরসাইকেল চালক চেকপোস্টের কাছাকাছি এসে পৌছলে মোটর বাইক কে থামানো সিঙ্গন্যাল চেস্টা করলে ভীত হয়ে আনুমানিক ২০ লিটারের দুটি পলিটিন ব্যাগে মোড়ানো চোলাই মদের প্যাকেট ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায় । উল্লেখ্য, এসব চোলাই মদ গুলি অবৈধ পথে সহজে মোটরসাইকেল বাহন যোগে পাচার করছে বলে জানা যায়। স্থানীয় নাম প্রকাশ অনিচ্ছুক গণমাধ্যম কে জানান, এসব চোলাই মদ পাচারকারীরা মোটর বাইককে নিরাপদ বাহন হিসেবে বেছে নেন। মোটর সাইকেল চালককে আটক করতে সক্ষম হয়নি।
এ বিষয়ে ঝাংখা পাড়া টিওবি আর্মি ক্যাম্পের ইনর্চাজ জানান, উদ্ধারকৃত চোলাই মদ ঝংকাপাড়া টিওবিতে রয়েছে। এবং রাজস্থলী থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।