চাইথোয়াইমং মারমা রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ১নং ঘিলাইছড়ি ও ২নং গাইন্দ্যাই ইউনিয়ন শাখা বাংলাদেশ যুবলীগ উদ্যােগের ত্রি বার্ষিক সস্মেলন অনুষ্ঠিত হয়। ১৬ অক্টোবর সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা সদর আওয়ামীলীগ কার্য্যলয়ে দলীয় সংগীত পতাকা উত্তোলন মধ্যে দিয়ে যুবলীগ ত্রি বার্ষিক সস্মেলনের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুচিমং মারমা ১নং ঘিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সভাপতিত্বে সনজিত চৌধুরী (তিলক) উপজেলা যুবলীগের সভাপতি মিঠুল চন্দ্র দে প্রধান বক্তা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সুইচাইপ্রু মারমা আরো উপস্থিত উপজেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রীর লংপতি ত্রিপুরা হেডম্যান চথোয়াইনু মারমা, যুবলীগ নেতা অংছাইনু মারমা উপজেলা স্বেচ্ছা সেবকলীগ আহবায়ক জয়নাল মেম্বার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ফোরকান উদ্দিন মোঃ আবু মুছা সহ অংগসংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি উবাচ মারমা বলেন, যুবলীগের ৩ টি ইউনিয়ন শাখা প্রায় ১১/১২ বছর আগে গঠন হয়েছিল,আজ এগার বছর পূর্ণ দীর্ঘ মেয়াদ উর্ক্তীণ হওয়ার নতুন ভাবে আজ ত্রি বার্ষিক যুবলীগ তিনটি ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এর পর ২য় অধিবেশন উপজেলা সদর টাউন হলে শত শত তৃণমূল পর্যায় হতে আসা নেতাকর্মী রা সমাগম মধ্যে দিয়ে আজকে ত্রি বার্ষিক শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায রেখে শেষ করতে পেরেছি। এখানে যুবলীগ কাউন্সিলে যারা সৎ যোগ্য সাহসিক ত্যাগী নেতারা পদবী অগ্রধিকার পাবেন বলে গণমাধ্যম কে জানান। সারাবাংলাদের সাথে তাল মিলিয়ে রেখে পার্বত্য চট্রগ্রামের উপজেলা শাখা ইউনিয়ন শাখা দীর্ঘ অনেক বছর মেয়াদ উত্তীর্ণ শাখাকে ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্দেশে সব শাখা নতুন কমিটি গঠন করা। যারা দলকে ভালোবাসে দলের প্রতি সন্মান শৃঙ্খলা ত্যাগী যোগ্য সাহসিক নেতা অগ্রাধিকার ভিত্তিতে নতুন কমিটি তে পদবী স্থান দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো যুবলীগ নতুন কমিটি গঠনের মাধ্যমে শক্তিশালী নেতার্কমী নেতৃত্ব মাঠে কাজ করতে পারে,এবং নৌকা বিজয়ী দেখতে চাই। উল্লেখ্য, ২ টি ইউনিয়ন শাখা নতুন নিবাচিত কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক নাম ঘোষণা করা হয়েছে ১নং ঘিলাছড়ি ইউনিয়ন শাখা নির্বাচিত সভাপতি সনজিত চৌধুরী (তিলক) সাধারণ সম্পাদক স্বপন তালুকদার ২নং গাইন্দ্যা ইউনিয়ন শাখা সভাপতি সুজন তংচনগ্যা সাধারণ সম্পাদক উক্যসাই মারমা। বাঙ্গালহালিয়া ইউনিয়ন শাখা ১ টি বাকি একাধিক প্রার্থী হওয়ায় নতুন কমিটি নাম ঘোষণা আপতত কয়েকদিন পরবর্তী তে ঘোষণা করা হবে বলে কাউন্সিল যাচাই বাছাই কমিটিবৃন্দ গণমাধ্যমকে জানিয়েছেন।