আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়৷
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,ইউপি চেয়ারম্যান আবুল কালাম,আবুল হোসেন, আবুল কাশেম,আব্দুল বারী, মতিউর রহমান ও শরৎচন্দ্র রায়,শিক্ষা অফিসার রাহিম উদ্দিন ও তৈয়ব আলী, টি এইচএ ডাঃ আব্দুস সামাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, ,অধ্যক্ষ আইয়ুব আলী,কৃষি অফিসার সঞ্চয় দেবনাথ ,প্রধান শিক্ষক আয়েসা খাতুন,ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবু তাহের,নির্বাচন অফিসার নূরে আলম,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা পরিষদের পক্ষ থেকে সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যানরা তাদের বক্তব্যে নিজ নিজ ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। লেহেম্বা ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে এলাকায় মাদকসেবন বৃদ্ধি পাওয়ার কথা বলেন।