রাণীশংকৈলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ২২ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)’র সভা কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম,সাব রেজিস্ট্রার নাহিদুল ইসলাম,ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর সভাপতি রফিকুল ইসলাম ও সেক্রেটারী রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী,সম্পাদক মহসিন আলী, গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন,ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কালাম, আবুল কাশেম,শরৎচন্দ্র বর্মন, আতিকুর রহমান বকুল,আব্দুল বারী, প্রধান শিক্ষক রুহুল আমীন, প্রধান শিক্ষক হামিদুর রহমান, প্রেসক্লাব (পুরাতন)সভাপতি সফিকুল ইসলাম ও আশরাফুল আলম, সম্পাদক হুমায়ুন কবির,যুগ্ম সম্পাদক মাহাবুব আলম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ ও হাবিব প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা-কর্মী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমানেও উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সেবন, চুরি-ডাকাতি, ক্যাসিনো ব্যবসায় চলছে। পৌর শহরে যানজট বেড়ে গেছে। এসব প্রতিরোধ করতে হবে।
ইউএনও তাঁর বক্তব্যে বলেন- উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন তৎপর আছে। আপনারা সকলে পাশে থেকে সহযোগিতা করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে।


























