রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ” দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’- এ স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়।
এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র ্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খাদিজা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন- শিক্ষক ও বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক, কৃষি অফিসার শহিদুল ইসলাম, টিটিসি প্রশিক্ষক সাদেকুল ইসলাম, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, আশরাফুল আলম ও হজরত আলী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসীদের রেমিট্যান্স পাঠানোর কথা উল্লেখ করেন। এইসাথে তারা বিদেশ গমনেচ্ছু বাংলাদেশিদেরকে প্রতারণা ও হয়রানি বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। টিটিসি প্রশিক্ষক তার বক্তব্যে বিদেশ গমনেচ্ছুদের বিভিন্ন প্রশিক্ষণ ও দক্ষতা নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দেন।

এইসাথে তিনি সরকারিভাবে প্রশিক্ষণ কেন্দ্রের সেবা নেয়ার কথা বলেন। ইউএনও তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠিয়ে দেশ উন্নয়নে অবদান রাখার কথা উল্লেখ করেন। এইসাথে তিনি রেমিট্যান্স পাঠানোর প্রতিযোগিতায় বাংলাদেশি প্রবাসীদের আরো এগিয়ে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। এবং তিনি বিদেশ গমনেচ্ছুদের সচেতন থাকা ও কমপক্ষে একটি প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দেন।

























