Tuesday , 18 June 2024
শিরোনাম
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

রাণীশংকৈলে আমার সংবাদ পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চাঁদনী
মার্কেটে রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) কার্যালয়ে বৃহস্পতিবার ১৩ জুন বিকেলে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১২ বর্ষে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের আয়োজনে ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও’র প্রতিনিধি সমাজসেবা অফিসার আব্দুর রহিম। এছাড়াও অনুষ্ঠানে সাবেক সভাপতি কুশমত আলী,সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লেমন
সরকার, মহসিন আলী, সুজন আলী, অভিষেক চন্দ্র, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
সহ-সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ও সভাপতি ছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন- সাবেক সভাপতি কুশমত আলী, সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- সমাজ ও দেশ উন্নয়নে প্রান্তিক সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আমার সংবাদ পত্রিকার আরো প্রচার-প্রসার কামনা করেন। সভাপতি তার বক্তব্যে এলাকার সেবায় রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সদস্যদের নিরলস ও সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। তিনি আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Check Also

মানিকগঞ্জে কারাগারের হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিবেদক: মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x