আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা বিএনপির সহ সভাপতি ও হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান মাহবুব আলম (৫৩) গতকাল ১৪ মার্চ সোমবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। ( ইন্না লিল্লাহি… রাজিউন)।
পরদিন ১৫ মার্চ মঙ্গলবার তার গ্রামের বাড়ি উত্তরগাও ঈদগা মাঠে তার জানাযা ও দাফন সম্পন্ন হয়। দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ তার জানাযায় অংশ নেন। তিনি ২ স্ত্রী, ২ কন্যা, ২ পুত্রসহ অনেক আত্মীয় শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে হোসেনগাঁও ইউনিয়ন পরিষদ ও উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছেন।