রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযানে মোঃ সুমন (৪০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় (৪ সেপ্টেম্বর) সুমনের বাড়ির সামনে থেকে তাকে ১৬ পিস ইয়াবা ও ২ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক সুমন উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি বগুড়া পাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন যৌথবাহিনী বাচোর ইউনিয়নের বাচোর বগুড়া পাড়া রুবেলের বাড়িতে অভিযান চালায়। ওই সময় সুমনকে আটক ও তল্লাশি করে তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ২ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওই রাতেই তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার ওসি আরশেদুল হক আরও জানান, আসামীকে আজ বৃহস্পতিবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।