রাণীশংকৈলে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাজার বছরের ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় মাসব্যাপি এ মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সভাপতি খাদিজা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।
আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, গণঅধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক, জেলা নাগরিক পাটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সহ-সভাপতি নুর নবী, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি বেগম, মেলা কমিটির সাধারণ সম্পাদক নবী আলীসহ অন্য সদস্য, রাজনৈতিক-সামাজিক নেতা, ব্যবসায়ি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি সভাপতি ও মেলা কমিটির সদস্য মোঃ মানিক।
বক্তারা তাদের বক্তব্যে ঐতিহাসিক নেকমরদ মেলার ধারাবাহিকতা ও ঐতিহ্য ধরে রাখার জন্য মেলা কমিটির প্রশংসা করেন ও তাদেরকে ধন্যবাদ জানান। এইসাথে তারা নিয়ম- শৃঙ্খলাপূর্ণ ও নির্মল আনন্দপূর্ণ পরিবেশে মেলা অনুষ্ঠিত হবার প্রত্যাশা ব্যক্ত করেন।























