আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা ও আশপাশের এলাকাজুড়ে রোববার ১৮ মে বিকেল ৫ টায় প্রচন্ড কালবৈশাখি ঝড়-বৃষ্টি বয়ে গেছে। প্রায় ৪০ মিনিট ব্যাপি স্থায়ী এ ঝড়বৃষ্টির তান্ডবে এলাকাজুড়ে ঘরবাড়ি গাছপালা ও ফল-ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে অনেক ঘরবাড়ি ও আধাপাকা ভবনের শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছ, ভেঙে পড়েছে অসংখ্য গাছের ডালপালা। ঝড়ো বাতাসে আম, লিচুসহ বিভিন্ন ফল ব্যাপকভাবে ঝরে পড়েছে। ধান ও ভুট্টা ক্ষেতের গাছ মাটিতে হেলে পড়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে ও তার ছিঁড়ে গেছে। এ কারণে এলাকায় প্রায় ২০ ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। এ বিষয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম এনামুল হক বলেন, এ ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং তার ছিঁড়ে গেছে।
লাইন মেরামতের কাজ চলছে। যথাসম্ভব বিকাল ৪টার দিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে। এদিকে, কৃষি অফিসার শহিদুল ইসলাম বলেন, ঝড়-বৃষ্টিতে উপজেলার ৫৩ হেক্টর বোরো ধান, ৪৫ হেক্টর ভুট্টা, ১২ হেক্টর শাকসবজি ও ৫ হেক্টর মরিচ ক্ষেত আক্রান্ত হয়েছে। এতে কিছু ক্ষতির আশংকা আছে।