রাণীশংকৈলে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বছর পূর্তি পালন।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দৈনিক কালের কন্ঠ মাল্টিমিডিয়ার ১বছর পুর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১ জুলাই রাণীশংকৈল ডিগ্রি কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাণীশংকৈল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক-কবি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, থানার ওসি আরশেদুল হক, সাবেক অধ্যক্ষ-ক্রীড়া সংগঠক তাজুল ইসলাম, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, অধ্যাপক-বেতার শিল্পি প্রশান্ত বসাক, গণ অধিকার পরিষদ নেতা মামুনুর রশীদ মামুন।
স্বাগত বক্তব্য দেন- কালের কন্ঠ, রাণীশংকৈল প্রতিনিধি প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, সাবেক ইসলামী ছাত্র শিবির সভাপতি সাব্বির হোসেন, গণ অধিকার পরিষদ নেতা জাফর আলী, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন, সোহরাব হোসেন প্রমুখ। বক্তারা কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পুর্তিতে পত্রিকাকে অভিনন্দন জানান এবং এর সফল কার্যক্রমের প্রশংসা করেন।
তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ভূমিকা প্রশংসনীয়। কালের কন্ঠ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। পরে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একজন সফল ব্যবসায়ী, একজন সফল পিতা ও সফল দুজন কৃতি ছাত্রকে বইসহ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব সেক্রেটারি ও দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।