আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায কৃষি বিভাগের ব্যবস্থাপনায় সোমবার ৪ ডিসেম্বর কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে এদিন সকাল ১১টায় কৃষি অফিস চত্বরে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম। এ ছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাবেক সভাপতি ফারুক আহমেদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- কৃষি অফিসার শহিদুল ইসলাম।
তিনি তার বক্তব্যে হাইব্রিড ও উফসী বিভিন্ন প্রজাতের ধানবীজের মান ও উচ্চ ফলন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কৃষক প্রণোদনা কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং বিতরণকৃত বীজ ও সার সঠিকভাবে কাজে লাগাতে কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রত্যেককে ২ কেজি হাইব্রিড ও ২ কেজি উফসী জাতের ধানবীজ এবং ১০ কেজি করে এমপিও এবং ১০ কেজি করে ডিএপি সার দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রমতে,এ কর্মসূচিতে উপজেলায় মোট ২ হাজার ৮ শত কৃষককে এ প্রণোদনা দেয়া হবে।