Thursday , 27 June 2024
শিরোনাম

রাণীশংকৈলে গরুসহ কৃষকের বাড়ি আগুনে পুড়ে ছাই।

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গরুসহ এক কৃষকের বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের কৃষক মাসুদ রানার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রান্না ঘরের চুলার জ্বলন্ত ছাই থেকে পাশে থাকা শুকনো খড়ির মাধ্যমে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ১টি বসতঘর, ২টি গোয়ালঘর, ১টি খড়িঘর, ১টি রান্নাঘর ছাই হয়। এইসাথে একটি ষাড় গরু পুড়ে মারা যায়।
রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ দু’ লক্ষ টাকা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার কে সহায়তা দেয়া হবে। এজন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে নির্দেশ দেওয়া হয়েছে।

Check Also

রাণীশংকৈলে আহমেদ পার্সেল সার্ভিস উদ্বোধন

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের সিরাজ আর্মি মার্কেটে বুধবার ২৬ জুন সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x