আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের বসাকপাড়ায় বৃহস্পতিবার ২২মে সকালে ছোট বসাকের বাসা থেকে তার স্ত্রী বীণা রাণীর(২৩)ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বুধবার দিবাগত রাতে রাণীশংকৈল পৌর শহরের বসাকপাড়ার বাসিন্দা ছোট বসাক ও তার স্ত্রী বীণা রাণী বসাক দুজনে পাশাপাশি দুটো ঘরে অবস্থান করেন। ছোট বসাক জানান, আমার স্ত্রী বীণা বসাক রাতে আমার পাশের ঘরে ঘুমাবে বলে শুতে যায়। আমি আমার ঘরে রাত ৩টা পর্যন্ত জেগে ছিলাম। তারপর ঘুমিয়ে পড়ি। সকালে বাড়ির লোকজনসহ ওই ঘরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে আমি কান্নায় ভেঙে পড়ি। ছোটসহ পরিবারের লোকজন ও প্রতিবেশিরা বীণার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি।
এ বিষয়ে ওসি আরশেদুল হক আরো বলেন,গৃহবধূর লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।