রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাড়ম্বরে “জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫” পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার, ৮ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাণি সম্পদ কর্মকর্তা রুপন চন্দ্র মহন্তের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা তথ্য কর্মকর্তা হালিমা আকতার। আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ, উপজেলা গণ অধিকার পরিষদ সভাপতি সোহরাব হোসেন, মহিলা দল নেত্রী আনারকলি বেগম, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা বিলকিস বেগম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাবেক সভাপতি মোবারক আলী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা, শিক্ষক, কিশোর-কিশোরী ক্লাব সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে নারীদের সার্বিক উন্নয়নে কন্যাশিশুদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার কথা বলেন। সেই সাথে তারা নারী শিক্ষা ও নারীর নায্য অধিকারের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী গোলাম রব্বানী।