রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ইএসডিও’র সহযোগিতায় কেন্দ্রিয় হাই স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্যক্রম হিসেবে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- বিএনপি সভাপতি আতাউর রহমান, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, পিআইও আব্দুল মাবুদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মোনায়েম হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক নারী উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা অগ্নিকান্ড ও দূর্যোগে প্রতিরোধ এবং উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া দেন।