আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি। । ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার সকাল ১১টায় উপজেলা টাস্ক ফোর্স কমিটির ও কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ,বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব(নূতন) সভাপতি ফারুক আহমেদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও তার বক্তব্যে উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে আগামি ৩১ জুলাইয়ের মধ্যে বাদ পড়া ভূমিহীনদের তথ্যাদি দিয়ে সহযোগিতার জন্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে এ বিষয়ে খোঁজখবর নিয়ে তথ্য প্রদানের কথা বলেন। উপজেলায় এ পর্যন্ত ১৩৬৮ জন ভূমিহীন-গৃহহীনকে জমিসহ ঘর দেয়া হয়েছে এবং ৬৫৭ জনের আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়াধীন আছে মর্মে সহকারি কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ
সাহা জানান।