আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মহলবাড়ি এলাকায় রবিবার (২৫ মে) সকালে একটি ডোবার পানিতে পড়ে মোনায়েম হোসেন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত শিশুটি রাণীশংকৈল পৌরশহরের ভান্ডারা এলাকার পুরনো কাপড় ব্যবসায়ি আনোয়ার হোসেন সাধনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই শিশুটির মা মহলবাড়ি এলাকায় কৃষি জমির ধারে শিশুটিকে বসিয়ে রেখে ক্ষেতে ভুট্টা তোলার কাজ করছিলেন।
এ সময় শিশুটি তার মায়ের অগোচরে হামাগুড়ি দিয়ে ক্ষেতের পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় পড়ে যায়। ডোবার পানিতে ডুবে শিশুটি মারা যায়। থানার ওসি আরো জানান,নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।