আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি। । ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর পাশ্ববর্তী কুলিক নদী থেকে উদ্ধারকৃত মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি পৌর শহরের দক্ষিণ ভান্ডারা মহল্লার আব্দুল লতিফের ছেলে মো.অলিনের।
অলিন রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
গত সোমবার ২৭ জুন রাত ১০টার দিকে আব্দুল লতিফ হাসপাতালে রক্ষিত মরদেহটি তার ছেলে অলিনের বলে সনাক্ত করেন।পরে তিনি রাণীশংকৈল থানায় এ নিয়ে একটি লিখিত বক্তব্য দেন।
বক্তব্যে তিনি বলেন, তার ছেলে অলিন মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে যেত। ছেলের মৃত্যুর ব্যাপারে তার পরিবারের কোনো অভিযোগ বা দাবি নেই বলে তিনি বক্তব্যে বলেন। রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেন। ওসি আরো জানান, এর মধ্যে লাশের ময়না তদন্ত করা হয়েছে। দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাওয় গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার ২৬ জুন দুপুরেন এলাকাবাসি কুলিক নদীতে ভাসন্ত অলিনের মরদেহ উদ্ধার করে।