আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপি একযোগে কর্মসূচি উদ্বোধনের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ১৫ নভেম্বর ” ফায়ার সপ্তাহ” শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এদিন রাণীশংকৈল ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে দুপুর ১২ টায় জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন ও কবুতর উড্ডয়নের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এবং সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা। এইসাথে ফায়ার স্টেশন কর্মকর্তা নাসিম ইকবাল, তার সহকর্মীরা ও৷ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নাসিম ইকবাল এখানে তাদের ব্যবহার্য ফায়ার সরঞ্জামসমূহ প্রদর্শন করেন। পরে ফায়ার সার্ভিস কর্মিরা উপজেলার বিভিন্ন স্থানে মহড়া প্রদর্শন করেন।