আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে একসাথে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (১১ আগষ্ট) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মৃতরা হলেন- উপজেলার উশধারী গ্রামে সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও তার মেয়ে সাথী আক্তার (১৪)।
জানা গেছে , ঘটনার দিন মেরিনা বেগম ও তাঁর মেয়ে সাথী বাড়ির পাশে ধানক্ষেতে নিড়ানি দিতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টি নামলে তারা কাজ ফেলে বাড়ির দিকে রওনা দেয়। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মা ও মেয়ে মারা যায়।
এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি।
উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব জানান, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে এসেছি। একসাথে মা ও মৃত্যুর ঘটনা বড় মর্মান্তিক।