আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ৪ ডিসেম্বর সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫দিনব্যাপি এক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ইউএনও রকিবুল হাসান। প্রশিক্ষণ কোর্সে মোট ২০ জন খামারি অংশ নেন। প্রশিক্ষক ছিলেন জেলা সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার মনিরুজ্জামান। এ ছাড়াও অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের আওতায় সারা দেশে ৬০ হাজার বায়োগ্যাস প্লান্ট স্থাপনের পরিকল্পনা আছে। তারই অংশ হিসেবে আজকের এ প্রশিক্ষণ কোর্স। তিনি আরো বলেন, মূলত গোবর থেকে উৎপন্ন বায়োগ্যাস একটি কার্যকর জ্বালানি গ্যাস।এটি প্রচলিত গ্যাসের পরিবর্তে রান্নার কাজে সহজে ও সুলভে ব্যবহৃত হতে পারে।