রাণীশংকৈলে বিএনপি নেতা আইনুল হকের ইন্তেকাল।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনুল হক মাস্টার (৮২) বুধবার দুপুরে দিনাজপুরের চেকআপ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি…… রাজিউন।)
দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দু’স্ত্রী, দু’কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিন রাত পৌনে ১০টায় তার জানাযা নামাজে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা- উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। ঠাকুরগাঁও জেলার বিএনপি ও তার সহযোগী সংগঠন সভাপতি- সম্পাদকসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রয়াত বিএনপি নেতা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের দুর্দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁকে স্থানীয় পাঁচপীর কবরস্থানে দাফন করা হয় । তার মৃত্যুতে উপজেলা ও জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে।

 
								                                        












