রাণীশংকৈলে বিদ্যুতের শক লেগে কৃষকের মৃত্যু।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিকুর রহমান সিদ্দিক ((৪৫) নামে এক কৃষক মারা গেছেন। গতকাল শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টায় পৌর শহরের ভান্ডারা মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক ওই মহল্লার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, ঘটনার দিন শনিবার রাত সাড়ে ন’টায় কৃষক সিদ্দিকের বাড়ির পিছনে এক ব্যক্তির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ওই জানাজা অনুষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের জন্য অস্থায়ীভাবে তার বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়।
পরে জানাজার নামাজ শেষে সিদ্দিক ওই বিদ্যুৎ সংযোগের তার খুলতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, এ ঘটনার কথা জেনেছি, এনিয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নি।