রাণীশংকৈলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি।
আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বিরাশি বাজার এলাকায় ব্যবসায়ী রেজাউল ইসলামের বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় চোরেরা রেজাউল ও তার পরিবারের অনুপস্থিতিতে তার ঘরের তালা ভেঙে নগদ এক লক্ষ টাকাসহ ৪ ভরির অধিক স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ধান-চাল ব্যবসায়ী রেজাউল একই এলাকার মইনউদ্দিনের ছেলে। ব্যবসায়ী রেজাউল জানান, ঘটনার দিন তিনি ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। সন্ধ্যার দিকে তার পরিবারের লোকজন ঘরের দরজা লাগিয়ে পার্শ্ববর্তী গোডাউনের চাতালে বেড়াতে গিয়েছিলেন।
তারা বাসায় ফিরে এসে তাদের ঘরের দরজা এবং ড্রয়ার খোলা দেখতে পান।তারা আরও দেখেন ড্রয়ারে রাখা প্রায় সাড়ে ৪ ভরি সোনার গয়না ও নগদ এক লক্ষ টাকা চুরি চুরি হয়ে গেছে। এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।